শাহজালালে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

SHARE

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ১১ কেজি ৬৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।তবে স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।image_98345_0

কাস্টমসের পরিদর্শক মোস্তফা জামান জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, কাস্টমস কর্তৃপক্ষের কাছে আগে থেকেই তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। তাই ফ্লাইটটি অবতরণের পর উড়োজাহাজের ক্যাপ্টেনের সহায়তায় এতে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দীনের নেতৃত্বে কাস্টমসের একটি দল। তারা উড়োজাহাজের ২১-ই সিটের কুশনের নিচ থেকে বাদামি রঙের স্কচটেপ মোড়ানো সাত-আটটি প্যাকেট উদ্ধার করে। পরে এসব প্যাকেট খুলে ১০০টি স্বর্ণের বার পাওয়া যায়।