চলে গেলেন ‘সাইলেন্স অব দি ল্যাম্বস’ পরিচালক জনাথন ডেম

SHARE
২৪আওয়ার বিনোদন ডেস্ক :  অস্কার বিজয়ী ছবি ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বসের’ পরিচালক জনাথন ডেম আর নেই। ৭৩ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন। এ সময়ে তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন। বুধবার তার পাবলিসিস্ট এনালি পাওলো একথা জানান।
ডেমের ‘ফিলাডেলফিয়া’ ছবিটিও অস্কার জিতেছিল। তিনি ক্যানসারে ভুগছিলেন। পাওলো জানান, জনাথন যখন তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে মারা যান, তখন তার পাশে স্ত্রী জোয়ান হাওয়ার্ড এবং তার তিন সন্তান ছিলেন। ডেম ২০১৫ সালে ‘রিকি অ্যান্ড দ্য ফ্ল্যাশ’ নামে তার শেষ ছবিটি করেছেন। এটা একটি কমেডি। এ ছবিতে মেরিল স্ট্রিপ একজন বর্ষীয়ান রকারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
ডেম নিউইয়র্কে জন্ম গ্রহণ করেন। ১৯৯১ সালে তার অসাধারণ ছবি ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্ব’-এর জন্য তিনি অস্কারে সেরা পরিচালকের পুরস্কার পান। শুধু পরিচালক হিসেবেই নন, অস্কারে এই ছবিটি সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নেয় এবং এ ছবির দুই অভিনয়শিল্পী অ্যান্থনি হপকিন্স ও জুডি ফস্টারও অস্কার পুরস্কার পান।
এ কথা অনেকেরই জানা যে, তিনি ১৯৯৩ সালে ‘ফিলাডেলফিয়া’ ছবিটি করেছিলেন। এইডস বিষয়ক এটাই ছিল হলিউডের প্রথম ছবি। এ ছবিতে অভিনয় করে টম হ্যাংকস অস্কার জিতেছিলেন।