
পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ২১রাউন্ড শর্ট গানের গুলি নিক্ষেপ করে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারি করণের দাবিতে শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় দু’টি গাড়ী ভাঙচুর করে। পুলিশ ছাত্রদের সড়ক থেকে সরাতে সংঘর্ষ লাগে।শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।