
বৃহস্পতিবার শেরে বাংলা একে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গণআন্দোলনে ব্যর্থ হওয়া বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে। যারা গণআন্দোলন করে ব্যর্থ হয়েছে, তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়।
যে কোন ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির বদঅভ্যাসে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে ক্ষয় হয়ে যাচ্ছে এ রকম অবস্থার অবসান ঘটাতে হলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে সবার দিক দেখবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে।