ডিএমপির পরামর্শে বিএনপির আবেদন

SHARE

২৪আওয়ার রিপোর্ট  :  মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল বিএনপি।

তবে ওইদিন অনুমতি না দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দলটিকে ২ অথবা ৩ মে সমাবেশ করার পরামর্শ দিয়েছে।

বিএনপিও পুলিশের পরামর্শ মেনে নিয়ে নতুন করে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে নতুন করে আবেদন করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মে দিবসে জনসভা করার জন্য আমাদের সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।’

তবে পুলিশ মে দিবসে জনসভার অনুমতি দেননি বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে যে, ১ মে জনসভার অনুমতি আমরা পাব না। ডিএমপি বলেছে- ২/৩ তারিখে সমাবেশ করতে পারেন। সেজন্য আমরা নতুন করে আবেদন করেছি।’

এ সময় সমাবেশের অনুমতি না দেয়ার সমালোচনা করলেও সরকারের সঙ্গে বিরোধে জড়াবেন না বলে জানান ফখরুল।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কনফোনট্রেশনে আমরা যাওয়ার চিন্তা করছি না।’

উল্লেখ্য, ডিএমপির কাছে মে দিবসে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে শ্রমিক দলের নেতারাসহ বিএনপির একটি প্রতিনিধিদল সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।

সেখানে তাদের জানানো হয়, মে দিবসে শ্রমিকদের ছাড়া কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ।

বিএনপি প্রতিনিধিদলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ডিএমপি যেদিনই বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে, সেদিনই তারা সমাবেশ করবেন।