
স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় উলানকাব নগরীর হুয়াদে কাউন্টিতে একটি গাড়ি সজোরে অপর এক ট্রাক্টরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালক ঝাংসহ ওই ট্রাক্টরের ছয় যাত্রীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও ভয়াবহ এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত চলছে বলে জানানো হয়েছে।