সুপ্রিমকোর্টে ভাস্কর্য স্থাপনে সরকারের মতামত নেয়া হয়নি: আইনমন্ত্রী

SHARE
২৪আওয়ার রিপোর্ট  :  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের পূর্বে আমাদের (সরকার) কোনো মতামত নেয়া হয়নি। যেহেতু সুপ্রিমকোর্ট অঙ্গণ প্রধান বিচারপতির সেহেতু এই ভাস্কর্য উঠানোর ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে।’
মঙ্গলবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্ট অত্যন্ত পবিত্রস্থান। এটা যেন কোনোভাবেই কলুষিত এবং অরাজকতা না হয় সেটা সকলের বিবেচনা করা উচিত।