ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নব-নির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করতে আসছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। অন্যদিকে মন্ত্রীর আগমন ঠেকাতে আজ রবিবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় আওয়ামী লীগ।এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলাগুলো হল— বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ প্লাটুন বিজিবি, ৫ সেকশন র্যাব, এপিবিএন সদস্যসহ দেড়শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ মন্ত্রীর আগমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেয়। সেই দিন রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এর মধ্যেই শুক্রবার মন্ত্রীর নামফলক ভাঙচুর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। শনিবার রাতে এ নিয়ে ১২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়।




