
এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলাগুলো হল— বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ প্লাটুন বিজিবি, ৫ সেকশন র্যাব, এপিবিএন সদস্যসহ দেড়শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ মন্ত্রীর আগমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেয়। সেই দিন রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এর মধ্যেই শুক্রবার মন্ত্রীর নামফলক ভাঙচুর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। শনিবার রাতে এ নিয়ে ১২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়।