মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি নিহত

SHARE

২৪আওয়ার ডেস্ক :   মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দেশটির সেলাঙ্গুর রাজ্যের হুলু ল্যাংগাতে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, নিহতরা ল্যাংগাত-২ পানি শোধনাগার নির্মাণকাজের শ্রমিক ছিলেন।

তারাসহ ওই নির্মাণস্থলের কাছে একটি খামার বাড়িতে ১১ বাংলাদেশি থাকতেন। তাদের সঙ্গে আরও ৯ ইন্দোনেশিয়ান শ্রমিক ছিলেন।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানিয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। শনিবার ভোর ৪টায় খবর পেয়ে পুলিশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে পাঠায়।

গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের সৃষ্ট হয়। এ ঘটনায় চাপা পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। পুলিশ নিহতদের পরিচয় এখনও পায়নি।

সেলাঙ্গুর ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দফতরের সহকারী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সানি হারুল জানান, ভূমিধসে শ্রমিকদের দুটি কক্ষ সমাধিতে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সহকর্মীরা ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন।