‘ক্ষমতায় এলে আ’লীগের গুম-খুনের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার’

SHARE

এম ইলিয়াস আলীসহ বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এদের হিসাব-কিতাব আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে হবে। তারা ক্ষমতায় এলে ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ আওয়ামী লীগের বিচার করবেন।

হেফাজতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, তাদের অবস্থা হয়েছে- ফাউল করতে করতে একটা সময় আসবে, তারা তাদের নিজেদের পোস্টে গোল দিয়ে দেবে।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদ ও তাকে ফিরিয়ে দেয়ার দাবিতে ‘স্বাধীনতা ফোরাম’ এ সমাবেশের আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘আমাদের ৫০০ নেতাকর্মী গুম হয়ে গেছে। আমরা আওয়ামী লীগের আমলে সংঘটিত এসব গুম-খুনের বিরুদ্ধে যে বিচারটি করবো, সেটা আন্তর্জাতিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে করব।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে গুপ্ত হত্যা-গুমের বিচার হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিচার করা হবে। আমরা তাদের মতো অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কিছু করবো না।’

হেফাজতে ইসলামের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘যখন খেলায় হেরে যাওয়ার অবস্থানে চলে আসে, তখন খেলোয়াড়রা বেশি বেশি ফাউল করতে শুরু করে।  কেউ পায়ে লাথি মারে, কেউ পিঠে লাথি মারে। ফাউল করতে করতে এমন জায়গায় চলে আসে শেষ পর্যন্ত নিজের পোস্টে নিজেরা গোল দিয়ে দেয়।’

‘এখন আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে যে, ফাউল করতে করতে তারা (ক্ষমতাসীনরা) নিজের পোস্টে গোল দিয়ে দেবে’ যোগ করেন তিনি।

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে খসরু বলেন, খালি চুক্তি দিয়ে কাজ হবে না। এসব অভিন্ন নদীর পানির হিসাব হতে হবে। আঞ্চলিক দেশগুলোকে নিয়ে ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, এলডিপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির সহ-সভাপতি শাহিদুর রহমান তামান্না, ছাত্রদলের নিখোঁজ নেতা সেলিম রেজা পিন্টুর বাবা সোলায়মান রেজা প্রমুখ বক্তব্য রাখেন।