শ্রদ্ধা জানাতে ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে

SHARE

স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের মরদেহ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।image_97707_0

বরেণ্য এ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শিল্পী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এ উপমহাদেশের বরেণ্য নজরুলসঙ্গীত শিল্পীকে।

এর আগে হাসপাতালের হিমঘর থেকে বুধবার সকালে রাজধানীর ইন্দিরা রোডে তার বাসভবন কালিন্দি অ্যাপার্টমেন্টে নেয়া হয়।

গতকাল মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।