টিভি পর্দার জনপ্রিয় তারকা আবদুন নুর সজল। বর্তমানে ব্যতিক্রমী গল্পের নাটকে বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে ধারাবাহিক ও খণ্ড নাটকে শুটিং নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন নাদিয়া আহমেদ।
জন
প্রিয় এ দুই তারকা আগেও অনেক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। তার ধারাবাহিকতায় এবারও জুটি বেঁধে ‘তুমি শুধু আমার’ নামে একটি নাটকে অভিনয় করছেন। নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন রাহাত এইচ চৌধুরী ও পরিচালনা করেছেন ফামিদা প্রেমা।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকটির গল্পে দেখা যাবে, সজল খুব পরিপাটি একটা ছেলে। নিজের জীবন গোছাতে সে ব্যস্ত। এরই মধ্যে নাদিয়াকে তার ভালো লাগে। অনেক চেষ্টার পর নাদিয়া সজলের সঙ্গে প্রেম করতে রাজি হয়। এরপর সজল বিগড়ে যায়। পরে দেখা যায় যে, সবকিছুই ছিল সজলের সাজানো নাটক। কেন এই নাটক? এ প্রশ্ন জানতে হলেই দেখতে হবে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটা সাধারণ হলেও অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো লেগেছে কাজটি করে। আমার বিশ্বাস দর্শকরাও নাটকটি দেখে তৃপ্তি পাবে।’
নাটকটি আগামী ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।




