শান্তিপূর্ণ ভোট শেষে গণনা শুরু নারায়ণগঞ্জে

SHARE

nirbachon

পৌনে পাঁচ লাখ ভোটারের এ নগরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোটগ্রহণ চলে ১৭৪টি কেন্দ্রে।

বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়ার গড় হিসাব ধরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, শেষ পর্যন্ত ভোটের হার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে।”

দলীয় প্রতীকে এই নির্বাচন ঘিরে শুরুতে নানা শঙ্কার কথা শোনা গেলেও বৃহস্পতিবার ভোটের দিন কোথাও কোনো গোলযোগ না ঘটায় সবার মধ‌্যে স্বস্তি দেখা গেছে। শান্তিপূর্ণ ভোট হওয়ায় ক্ষমতাসীন দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পাশাপাশি বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানও সন্তোষ প্রকাশ করেছেন।

অবশ‌্য শেষ বেলায় এসে ধানের শীষের প্রার্থী সাখাওয়াতের মনে হয়েছে, কোনো কোনো জায়গায় ‘ভোটার উপস্থিতি কম’, আর এটা ঘটেছে প্রভাব বিস্তারের কারণে।

নির্বাচনী কর্মকর্তারা জানান, বিকাল ৪টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও তার আগে যারা কেন্দ্রে ঢুকেছিলেন, তাদের সবাইকেই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা শেষে কেন্দ্রের ফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা।

এরপর কেন্দ্র থেকে ফলাফল ডিসি অফিসে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে সেখান থেকে একীভূত ফলাফল ঘোষণা হবে।

রাজধানীর কাছের এই সিটি করপোরেশনে সেলিনা হায়াৎ আইভীই কি মেয়রের চেয়ারে থাকবেন; নাকি সেই ধারার ছ্দে টেনে নগর ভবনে যাবেন সাখাওয়াত হোসেন খান- তা জানতে পুরো দেশের অপেক্ষার অবসান ঘটবে ওই ফলাফল পেলে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২০১৬

>> ভোট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

>> ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ‌্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ লাখ৩৫ হাজার ২৬৯ জন নারী।

>> একজন মেয়র, ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ২৭টি ওয়ার্ডের জন‌্য একজন করে কাউন্সিলর নির্বাচিত হবেন।

>> নগরীর জনপ্রতিনিধি বেছে নিতে ১৭৪ কেন্দ্রের ১৩০৪টি কক্ষে ভোট দিয়েছেন ভোটাররা।

প্রার্থী সংখ‌্যা

# মেয়র পদে ৭ জন

# সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন

# ওয়ার্ড কাউন্সিলর পদে ১৫৬ জন

# মেয়র পদের প্রার্থীরা সবাই বিভিন্ন দল মনোনীত। বাকি দুই পদে নির্দলীয় ভোট হচ্ছে।

মেয়র হতে চান ৭ জন

দল প্রার্থী প্রতীক
আওয়ামী লীগ সেলিনা হায়াতআইভী নৌকা
বিএনপি সাখাওয়াত হোসেনখান ধানের শীষ
বিপ্লবী ওয়ার্কাস পার্টি মাহবুবুর রহমানইসমাইল কোদাল
এলডিপি কামাল প্রধান ছাতা
ইসলামী আন্দোলনবাংলাদেশ মাসুম বিল্লাহ হাতপাখা
কল্যাণ পার্টি রাশেদ ফেরদৌস হাতঘড়ি
ইসলামী ঐক্যজোট মুফতি এজহারুর হক মিনার

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। ভোট নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হবে এবং জনরায় সবাই মেনে নেবেন বলে জানিয়েছেন।”