প্রতিনিয়ত মিডিয়াতে ভিড় করছে নতুন নতুন মুখ। এদের অনেকেই আবার ঝরে যাচ্ছে কম সময়ের মধ্যেই। আবার কেউ কেউ নিজেকে প্রতিষ্ঠিত করে নিচ্ছে এই অঙ্গনে। মিডিয়াতে স্বপ্নের বীজ বুনছেন গাজীপুরের মেয়ে প্রিয়ন্তী। এটিএন বাংলায় প্রচারিত আজব শহর ঢাকা নামক নাটকের মাধ্যমে আবির্ভাব হয়েছিল প্রিয়ন্তীর। এক বছর হলো মিডিয়াতে তার পথচলা। ইতিমধ্যে তিনি এগারটি মেগা সিরিয়াল ও চল্লিশটির মতো খন্ডনাটকে কাজ করেছেন। আল হাজেনের লড়াই, হুমায়ূন ফরিদের পাগলা হাওয়া, জয় সরকারের নগর জীবন, ফরিদুল হাসানের বাসন্তীপুর, ডি এ তায়েবের লেডিগুন্ডা, ওয়ালিদ হাসানের অন্ধকারের অন্তরালে, গৌতম মজুমদারের ওরা এখন ডিরেক্টর প্রডাউসার উল্লেখযোগ্য। বাংলাভিশনে প্রচারিত লড়াই নাটকে প্রিয়ন্তী তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা থেকেই প্রিয়ন্তী মিডিয়াতে তার নিজের ক্যারিয়ার গড়তে চান। এই উদীয়মান অভিনেত্রী নিজেকে উচ্চ শিখড়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।