চবিতে এবার শ্রেণীকক্ষের তালায় সুপারগ্লু

SHARE

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের সপ্তম দিনে ককটেলের পর এবার ক্লাস রুমে তালায় সুপারগ্লু দিয়েছে অবরোধকারীরা। রোববার সকাল আটটার দিকে দায়িত্বরত কর্মচারীরা তা দেখতে পায় বলে জানা যায়।

বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে বিশ^বিদ্যালয়ের কলা, বিজ্ঞান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ-এর সবগুলো শ্রেণী কক্ষে তালায় সুপারগ্লু লাগিয়ে দেয়। সকালে তালা খুলতে এলে তা দেখতে পায় দায়িত্বরত কর্মচারীরা।image_97292_0

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটে শিবিরের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলা নতুন বার্তাকে বলেন, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা একাজ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এব্যাপারে জানতে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ক্লাস পরীক্ষায় কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, শাহজালাল হল ও শাহ আমানত হলে বৈধ শিক্ষার্থীদের তুলে দেয়ার দাবিতে আবাসিক শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘটের ডাক দেয় গত ৩১ শে আগস্ট। ধর্মঘটের সপ্তম দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।