বান্দরবান স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের দাবিতে বিক্ষোভ

SHARE

বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরি ভিত্তিতে এ্যাম্বুলেন্স দাবি করে স্থানীয়রা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা ইউএনওর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।image_96566_0

জটিল রোগীদের পাঁচ হাজার টাকায় জিপ ভাড়া করে রুমা থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। আবার অনেকের পক্ষে এত টাকায় গাড়ি ভাড়া করা সম্ভব হয়ে উঠেনা ।

লুপ্র মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পলাশ চৌধুরী, থোয়াইসানু মার্মা, মংমংসিং, বাবুল বড়ুয়া প্রমুখ ।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেয়া অ্যাম্বুলেন্সটি সদর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে । এ বিষয়ে সিভিল সার্জন ডা. মংতেঝ রাখাইন জানান সদর হাসপাতালে রোগীদের বাড়তি চাপ থাকায় উপজেলার অ্যাম্বুলেন্সটি আপাতত ব্যবহার করা হচ্ছে তবে কয়েকদিনের মধ্যেই আরো কয়েকটি নতুন অ্যাম্বুলেন্স পাওয়া গেলে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে ।