পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে নয় : আইজিপি

SHARE

5276পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের জন্য যে আইন প্রযোজ্য, পুলিশের জন্যও সেই আইন প্রযোজ্য বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সাম্প্রতি বেশ কয়েকটি অপরাধের সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার সমালোচনার মধ্যে শনিবার দুপুরে সিলেটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্য যদি অপরাধ করে থাকে, সেটা তার দায়িত্ব নয়। কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়। পুলিশ বিভাগ এ ব্যাপারে নীতি অবলম্বন করে। তদন্তে যদি অপরাধ প্রমাণ হয়, তবে সে ক্ষেত্রে অপরাধীকে চাকরিচ্যুত করতে আমরা দ্বিধাবোধ করি না। পুলিশের বিরুদ্ধে শাস্তি দৃশ্যমান হচ্ছে কথাটি সঠিক নয়। যারা এ কথা বলেন তারা সঠিক বলেন না।