আইপিএলে ওয়াটসনের মূল্য সাড়ে ৯ কোটি, যুবরাজের ৭

SHARE

5255ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নবম আসরের জন্য খেলোয়াড়দের খেলোয়াড়ের নিলাম চলছে। এখন পর্যন্ত এতে সবচেয়ে বেশি দামে বিক্রয় হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি তাকে ৯.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। এদিকে নিলামে ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। এছাড়া সাড়ে ৫ কোটি রুপিতে পেসার আশিষ নেহরাকেও কিনে নেয় সানরাইজার্স।

সেই তুলনায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন বেশি দাম পাননি। তাকে সাড়ে তিন কোটি রুপি দিয়ে কিনে নেয় আইপিএলের নতুন দল পুনে সুপার-জায়ান্টস। দলটি ইশান্ত শর্মাকে ৩ কোটি ৮০ লাখ রুপি দলে ভেড়ায়। দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইনও বেশি মূল্য পাননি। প্রোটিয়া পেসারকে ২ কোটি ৩০ লাখ রুপিকে কিনে নেয় গুজরাট লায়ন্স।

নিলামের চমক দেখিয়েছেন ভারতের তরুণ উদীয়মান ক্রিকেটার সঞ্জু স্যামসন। জাতীয় দলের হয়ে এখনো খেলার সুযোগ না পাওয়া ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ককে ৪ কোটি ২০ লাখ রুপিকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিসও নিলামের বাজারে চমক দেখিয়েছেন। এই প্রোটিয়া পেসারকে ৭ কোটি রুপিতে কিনে নেয় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিউজিল্যান্ডের কলিন মুনরোকে কম দামে কিনে নেয় কেকেআর।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে কিনে নেয় পুনে সুপার-জায়ান্টস। মার্শকে কিনতে ৪ কোটি ৮০ লাখ রুপি গুনতে হচ্ছে পুনের দলটিকে। এদিকে নিলামের প্রথম রাউন্ডে দল পাননি বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।