আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার।
এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগে। আর পিএসএলের পর এবার জায়গা করে নিলেন ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে। জনপ্রিয় এই ক্রিকেট লিগে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজ নাম লেখান সানরাইজার্স হায়দারাবাদে।
আইপিএলের এবারের আসরের জন্য মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয় ৫০ লাখ রুপি। তবে তা থেকে বেড়ে ১ কোটি ৪০ লাখ রুপি খরচ করে ক্যাটার খ্যাত মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়ায় সানরাইজার্স হায়দারাবাদ। হায়দারাবাদে নাম লেখিয়ে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, শেখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, যুবরাজ সিং ও আশিষ নেহেরার মত তারকাদের।