র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

SHARE

5233ফুটবল খেলুড়ে দেশ গুলোর নতুন র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  নতুন এই র্যানঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে দুই ধাপ। এর আগে প্রকাশিত র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৯তম স্থানে। আর নতুন ঘোষিত র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৭৭তম স্থানে।

বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। ফিফার র‌্যাংঙ্কিং অনুযায়ী ১৫৪তম অবস্থানে রয়েছে তারা। এছাড়া মালদ্বীপ আগের মতোই ১৫৭তম অবস্থানে রয়েছে। সাফ চ্যাম্পিয়ন ভারতের র‌্যাংঙ্কিংয়ের ক্ষেত্রে উন্নতি হয়েছে এক ধাপ। বর্তমানে তারা রয়েছে ১৬২ নম্বরে। এছাড়া ভুটান ১৯৩, পাকিস্তান ১৮৫ ও শ্রীলঙ্কা ১৮৯তম অবস্থানে রয়েছে। পাকিস্তান আগের অবস্থানে থাকলেও এক ধাপ পিছিয়েছে লঙ্কানরা।

নতুন প্রকাশিত র‌্যাংঙ্কিং অনুযায়ী বেশ কিছু অদলবদল ঘটলেও শীর্ষ থাকা ১০ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।