৫০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ

SHARE

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের প্রায় ৫০০ শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছে তিন হাজারের বেশি।image_95559_0

ইনিসেফের গাজা অফিসের প্রধান পার্নিল ইরনজিদ বলেছেন, সেখানে ৪৬৯ জন শিশু নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৯ শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলি যুদ্ধের প্রভাব ও ক্ষয়ক্ষতি গাজার শিশুদের জন্য খুবই খারাপ হবে।

অবশ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নিহত শিশুর সংখ্যা ৫৬০। আর আহত হয়েছে প্রায় ১০ হাজার শিশু।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বলছে, যুদ্ধের সময় শিশুদের লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ। আর এজন্য অপরাধীদের অবশ্যই শাস্তি পাওয়া দরকার।

ইউনিসেফ জোর দিয়ে বলছে, শিশুদের জন্য গাজায় জীবনযাপন দুসহ হয়ে পড়েছে। সংস্থাটি আরো বলেছে, গাজার জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু। ইসরাইলি হামলায় অন্তত ৫০ হাজার শিশুর ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।