বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

SHARE

alan dankanরানা প্লাজ ধসের ঘটনা বাংলাদেশের পোশাক কারখানার কাজের বাস্তব চিত্র তুলে ধরে। যুক্তরাজ্য এ দেশের শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান।

অাজ বুধবার রাজধানীতে রানাপ্লাজ ভবন ধসে আহত শ্রমিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় রানাপ্লাজা ক্ষতিগ্রস্তদের জন্য ইউকে এইডের অর্থায়নে ৩টি প্রজেক্ট বাস্তবায়নেরও ঘোষণা দেন অ্যালান ডানকান।

মন্ত্রী ডানকান বলেন, রানা প্লাজা ভবন ধসের ১ বছর পেরিয়ে গেছে। এ দুর্ঘটনার পর বেঁচে থাকার জন্য আহতদের জীবন সংগ্রাম প্রেরণাদায়ক। আমাদেরও এ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, পোশাক খাত এ দেশের দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে মুখ্য ভূমিকা রাখছে। এ খাতে যারা কাজ করে তাদের ৭০ থেকে ৮০ ভাগ নারী। এটি দেশের ২৫ মিলিয়ন লোককে সমর্থন যুগিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের অর্থায়নে চালু ৩ টি প্রজেক্ট হলো : পোশাক শ্রমিক, মালিক ও ক্রেতাদের সবাইকে নিয়ে কারখানার পরিবেশের মান উন্নয়নে কাজ করা,  কারখানার কাজের জন্য প্রশিক্ষণ প্রদান এবং শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে কাজ করা।