ঝালকাঠিতে ২০ হাজার নতুন ভোটার

SHARE

ঝালকাঠি জেলার চারটি উপজেলার ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম মোমবার শেষ হয়েছে।

ঝালকাঠি জেলায় ১৯ হাজার ৯২৫ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে। ঝালকাঠি জেলায় বর্তমানে চার লাখ চার হাজার ৩৭৬ জন ভোটার।image_94924_0

নতুন ভোটার নিবন্ধন হওয়া ভোটারদের মধ্যে ১১ হাজার ৪৮৭ জন পুরুষ ও আট হাজার ৪৩৮ জন নারী রয়েছে।

গত ১৫ মে এ কার্যক্রম শুরু হয়। সর্বশেষ জেলায় বাদ পড়া ভোটারদের ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার ও সোমবার ছবি তোলা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলায় নতুন নিবন্ধন হওয়া ছয় হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে তিন হাজার ৮৩৮ জন পুরুষ ও দুই হাজার ৮৩১ জন নারী।

নলছিটি উপজেলায় পাঁচ হাজার ৯৩৮ জন নতুন ভোটারের মধ্যে তিন হাজার ৪২৫ জন পুরুষ ও দুই হাজার ৫১৩ জন নারী।

রাজাপুর উপজেলায় চার হাজার ৪০২ ভোটারের মধ্যে দুই হাজার চারশ ৫৫ জন পুরুষ ও এক হাজার ৭৪৭ জন নারী ভোটার এবং কাঁঠালিয়া উপজেলায় তিন হাজার ১১৬ জন ভোটারের মধ্যে এক হাজার ৭৬৯ জন পুরুষ ও ৩৪৭ জন নারী ভোটার।