মঙ্গলবার সমাবেশ, এখনো অনুমতি পায়নি ২০ দল

SHARE

জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীতে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো অনুমতি মেলেনি। জোটের নেতারা আশা করছেন, শেষ মুহূর্তে সরকার সমাবেশের অনুমতি দেবে।
image_94813_0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেন, প্রস্তুতি ব্যাহত করতেই সরকার শেষ মুহূর্তে এসে অনুমতি দেয়। সরকার ইচ্ছে করেই এখন পর্যন্ত অনুমতির ব্যাপারটি খোলাসা করেনি।

এর আগে গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ ও ২০ জানুয়ারি বিএনপির গণসমাবেশের অনুমতি মেলে একেবারেই শেষ মুহূর্তে।

সমাবেশের অনুমতি না পেলেও থেমে নেই প্রস্তুতি। ঢাকা মহানগরের প্রতিটি থানার চলছে প্রস্তুতি বৈঠক। সমাবেশ সফল করার জন্য নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

প্রস্তুতি সভাগুলোতে বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি দলের কেউ যাতে সমাবেশে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে বলা হচ্ছে।