তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল বলে জানিয়েছে দেশটির সরকার। এতে নিহত ১০ জনের নয়জনই জার্মান পর্যটক বলে জানা গেছে। খবর বিবিসির।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতোলু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কে জার্মান পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কোনও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিটে পর্যটন নগরী সুলতানাহমেটের ব্লু মসজিদের কাছে ওই বিস্ফোরণ ঘটেছে।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরওয়ের একজন পর্যটক জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুরস্কের সরকার বলছে হামলাকারী ছিল একজন সিরিয় নাগরিক। খুব সম্প্রতি সে সিরিয়া থেকে তুরস্কে ঢুকেছিলো।
তুরস্কের প্রধানমন্ত্রী দাবি করেছেন, হামলাকারী ইসলামিক স্টেট বা দায়েশের সদস্য। তবে ইসলামিক স্টেটের পক্ষ থেকে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি।
তুরস্কের ভেতর সাম্প্রতিক সময়ে কিছু বোমা হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকেও সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়েছে।
গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটো আত্মঘাতী বোমা হামলায় একশরও বেশি লোক মারা যায়।