মিজোরামে বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক

SHARE

1714বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভারতের মিজোরাম রাজ্যের দেমাগ্রী বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিজিবি রাঙামাটি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) ফিরোজ ওয়াহিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই সীমান্ত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে চোরাচালান বন্ধ, সীমান্তে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত ব্যক্ত করেন। বৈঠকে বিজিবির পক্ষে রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. শওকত ওসমান নেতৃত্ব দেন। অপরপক্ষে বিএসএফ দলে নেতৃত্বে ছিলেন মিজোরামের আইজল সেক্টর উিআইজি বিগ্রেডিয়ার (অবসরপ্রাপ্ত) ইউপিএস পাঠানিয়া। বৈঠকে বিজিবি দলে রাঙামাটি সেক্টরের নবাগত সেক্টর কমান্ডার এবং বান্দরবান সেক্টর কমান্ডারও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উভয়পক্ষই নিয়মিত এ ধরনের সীমান্ত বৈঠকের মাধ্যমে সীমান্তের অনিষ্পন্ন বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সু