এমপিওভুক্ত শিক্ষকদের ৫ দিনব্যাপী কর্মসূচি শুরু

SHARE

1669শর্তহীনভাবে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের দাবিতে আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫  দিনব্যাপী কর্মসূচি। এর মধ্যে দাবি না মানলে স্কুল-কলেজে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন তারা।

গত শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেতন স্কেল কার্যকরসহ শিক্ষানীতির বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার থেকে ১৪ জানুয়ারি শিক্ষক-কর্মচারীদের কালোব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি পালন, ১৮ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবেন। একই দিন জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ইউএনও-জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালনের কথা রয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানলে এসএসসি পরীক্ষার পর স্কুল-কলেজে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।