সরিয়ে নেওয়া হচ্ছে কাওরানবাজারের কাঁচাবাজার আড়ত

SHARE

কারওয়ান বাজারের কাঁচাবাজার ও পাইকারি আড়ৎ সরিয়ে নিতে তৎপর হয়েছে ঢাকা সিটি করপোরেশন। করপোরেশন নির্মিত রাজধানীর তিনটি বড় বাজারে দোকান বরাদ্দের জন্য কাওরানবাজারের ব্যবসায়ীদের আবেদন করতে বলা হয়েছে। তবে সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন আজ এই খবর দিয়েছে।image_94140_0

এক পাশে পাঁচ তারকা হোটেল আর অন্যপাশে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। এর মাঝখানে প্রায় ৩০ বছর আগে গড়ে তোলা হয়েছে  কারওয়ান বাজার কিচেন মার্কেট ও পাইকারি  আড়ৎ। যেখানে প্রায় ১৮০৪টি দোকান রয়েছে। সম্প্রতি এই জায়গা থেকে ব্যবসায়ীদের অন্যত্র সরে যেতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে সরকার।

তবে পুরোনো এই বাজার সরিয়ে নেবার সিদ্ধান্তকে অযৌক্তি বলছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশন মহাখালী বাজারে ৩৬০টি, আমিন বাজারে ৫৪৯টি এবং যাত্রাবাড়িতে ৮৯৫টি দোকান বরাদ্ধ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।