কসবায় বিজিবির অভিযানে ১১৫ বোতল হুইস্কি উদ্ধার

SHARE

1598ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোরে উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব হুইস্কি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, ভোরে কসবা উপজেলার মঈনপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে রাউতখোলা সীমান্ত এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।