অতিরিক্ত ক্রিকেটই পেসারদের চোটের কারণ: কপিল দেব

SHARE

ফাস্ট বোলারদের চোটের জন্য অতিরিক্ত ক্রিকেটই দায়ী৷ এমনটাই মনে করছেন ভারতের কিংবদন্তি তারকা কপিল দেব৷
ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ৭৪ রানে সাত উইকেট নিয়েই একাই ইংল্যান্ড দলকে ধরাশায়ী করেছিলেন ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা৷ তাঁর বোলিংয়ের সুবাদে ৯৫ রানে সেই টেস্ট জিতে নেয় সফরকারী ভারত৷image_93388_0

কিন্তু, চোট পাওয়ায় সাউদাম্পটন টেস্টে মাঠে নামতে পারেননি ইশান্ত শর্মা৷ ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

কপিল জানান, “আমি বছরে পাঁচ মাস ক্রিকেট খেলতাম৷ কিন্তু, এখন বোলাররা বছরে ১০ মাস ক্রিকেট খেলে৷ সে কারণেই চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়৷ বিসিসিআই-এর এই বিষয়টা নিয়ে ভাবা উচিত।”  -ওয়েবসাইট