চুম্বন দৃশ্যের অভিনয় করতে গিয়ে ঠোঁট রক্তাক্ত করে ফেলল এমা ওয়াটসন

SHARE
ema watson0নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় দায়ে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানকে। আইসিসির ম্যাচ রেফারির এলিড প্যানেল এ শাস্তি দেন।

সোমবার নিউজিল্যান্ড ও শ্রীলংকার ম্যাচটি ছিল দু’দলের সেমিফাইনালে যাওয়ার বাঁচা-মরার লড়াই। লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটসম্যান ১২ বলে ৮ রান করে আউট হন। ম্যাচের চতুর্থ ওভারে ট্রেন্ট বল্টের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তবে গ্লাবসে বল লাগেনি বলে আম্পায়ারের কাছে আবেদন করেন দিলশান ।

এ সময় আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। আইসিসির নির্দিষ্ট ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো অবৈধ। তাই ৩৭ বছর বয়স্ক এ ওপেনারের বিরুদ্ধে ম্যাচ আম্পায়ার রোড টোকার ও আলিম দারসহ রিজার্ভ আম্পায়ারও অভিযোগ আনেন।

সোমবার সকালে আইসিসি’র ম্যাচ রেফারির এলিট প্যানেল দিলশানের শাস্তি অনুমোদন করে। এ ঘটনা নিয়ে শুনানির প্রয়োজন নেই বলে জানান তারা। তবে ডান-হাতি এ ব্যাটসম্যান যদি শাস্তি ভঙ্গ করে তবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা আরোপ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।