বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধা, শ্রমিকদের সমাবেশ

SHARE

পুলিশের বাধায় বিজিএমইএ ভবন ঘেরাও করতে না পেরে ওই ভবনের সামনে সমাবেশ করছেন তোবা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয়।image_93078_0

বেতন বোনাস পরিশোধের দাবিতে নয়দিন ধরে চলে আসা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও করতে যান তোবা শ্রমিকরা। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তাদের ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়। পুলিশ ভবনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। পরে শ্রমিক নেতা মন্টু ঘেষের নেতৃত্বে ভবনের সামনে সমাবেশ শুরু হয়। দুশতাধিক শ্রমিক এ সমাবেশে যোগ দেন।

প্রসঙ্গত, তোবা গ্রুপের প্রায় ১৬শ শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস আদায়ের জন্য গত ২৮ জুলাই সন্ধ্যা থেকে বাড্ডা এলাকায় তোবা গার্মেন্টসের ভবন ঘেরাও করে অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এর মধ্যে গত বৃহস্পতিবার বিজিএমইএ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়, এক সপ্তাহের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। কিন্তু বিজিএমইএ’র এ আশ্বাসে শ্রমিকরা ভরসা করতে না পেরে শনিবার থেকে লাগাতার বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা।