ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের পিচ অতিমাত্রায় মন্থর হওয়ায় নাগপুরের জামথা স্টেডিয়ামকে সতর্ক করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঐ ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রো এ পিচকে বাজে বলে আখ্যা দিয়ে এক রিপোর্ট জমা দিয়েছিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস ও ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে ম্যাচের ফুটেজ দেখে নিজেদের সিদ্ধান্ত নেন। আইসিসির এমন সতর্কতার বিপরীতে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনও কোন মন্তব্য করেনি। তবে এর আগে বোর্ডের কর্মকর্তারা পিচকে সমর্থন করেছিলেন।
এবারের যাত্রা নাগপুর শুধুমাত্র সতর্কতাই পেল। কারণ এর আগে এই পিচে কোন রকম সমস্যা পাওয়া যায়নি। নাগপুরের তৃতীয় টেস্টে ৪০টি উইকেটের মধ্যে ৩৩টি উইকেটই গিয়েছিল স্পিনারদের দখলে।