
বরিশালের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র পাঁচ রান খরচ করেন আফ্রিদি। উইকেট নেন দুটি। মেডেন ছিল এক ওভার। তার বোলিং ফিগার এরকম-৪-১-৫-২। ইকোনমি রেট ১.২৫।
এর আগে বিপিএলে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম।গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন চিটাগং কিংসের কিউই এই অলরাউন্ডার। ইকোনমি রেট ১.৭৫। এ ছাড়া পাকিস্তানের মোহাম্মদ সামি রাজশাহীর হয়ে ৩.২ বলে ছয় রানে পাঁচ উইকেট নেন। ইকোনমি রেট ১.৮০।