আমেরিকা আবারো পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছেa। দেশটির নেভাদা অঙ্গরাজ্যে জাতীয়
পরমাণু নিরাপত্তা প্রশাসন ও বিমান বাহিনী যৌথভাবে এ পরীক্ষা চালায়। রুশ বার্তাসংস্থা ‘স্পুতনিক’ এ তথ্য জানিয়েছে।
এদিকে মার্কিন পরমাণু নিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, বোমাটির নাম হচ্ছে বি-সিক্সওয়ান-টুয়েলভ এবং এটি জঙ্গি বিমান ‘এফ-ফিফটিন-ই স্ট্রাইক ঈগল’ থেকে নিক্ষেপ করা হয়েছে। আমেরিকার দাবি- এটি পরমাণু বোমা হলেও পরীক্ষার সময় তাতে কোনো উঁচুমাত্রার পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয়নি। যদিও বিশ্বব্যাপী যখন পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জোরদার হচ্ছে এবং আমেরিকা নিজেই অঙ্গীকার করেছে আর নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করবে না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন নতুন পরমাণু বোমার পরীক্ষা চালালো।
অন্যদিকে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি পরমাণু অস্ত্রের পরীক্ষা চলিয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে।




