ভয়াবহ বন্যায় ২৩ ফুট পানির নিচে চীনের হুনান প্রদেশ

SHARE

চীনের হুনান প্রদেশের মানুষ প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে থাকেন। কিন্তু এবারের মতো দুর্যোগে তারা আর পড়েছেন কী না মনে করতে পারছেন না। প্রদেশটিতে বন্যা পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থা অর্জন করেছে।china-flood-Copy

পুরো প্রদেশটি একটি বিশাল লেকে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। পরিমাপ করে দেখা গেছে তার পরিধি ১৫০ বর্গকিলোমিটার বা ৫৮ বর্গমাইল। প্রদেশের কিছু কিছু স্থানে জলের গভীরতা রীতিমতো মৃত্যুসংকুল। প্রায় ৭ মিটার বা ২৩ ফুট জলের নিচে বাড়িঘর ডুবে আছে।

উদ্ধারকর্মীরা স্পিডবোটে করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আর্তদের দিকে লাইফবয়

ছুঁড়ে দিচ্ছেন। শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বন্যায় জল শুধু আবদ্ধ হয়ে নেই। বইছে তীব্র স্রোত। জলবন্দি ও উদ্ধারকর্মীদের দড়ি ধরে চলাচল করতে হচ্ছে। বিবিসর ধারণকৃত ভিডিও থেকে কিছু স্থিরচিত্র খবরের ওপরে তুলে ধরা হয়েছে।