ইরাকে বাংলাদেশী কোনো নার্স জিম্মি হননি

SHARE

ইরাকের তিকরিত শহরে বাংলাদেশী কোনো নার্স জিম্মি হননি বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান। তিনি বলেছেন, ইরাকে বসবাসরত বাংলাদেশীরা নিরাপদে আছেন।image_89264_0

বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানায়।

শুক্রবার ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছিল, তিকরিত শহরে কর্মরত ১০ বাংলাদেশী নার্সকে জিম্মি করেছে সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যরা।

রেজানুর রহমান জানান, হাসপাতালে কর্মরত ৩১ বাংলাদেশি পুরুষ শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তাদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। এ পর্যন্ত বাংলাদেশি কোনো নাগরিকের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান রাষ্ট্রদূত।

সরকারি হিসাবে ইরাকে ১৪ হাজারের বেশি বাংলাদেশি নাগরিক কাজ করছেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী সংখ্যাটা ৩০ হাজারের কাছাকাছি।