আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ফখরুল

SHARE

দলকে সুসংগঠিত করে রাজপথে আন্দোলন ও আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।image_89209_0

শনিবার সকাল সাড়ে ১০টার সময় মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ কথা জানান। এ সময় মির্জা ফখরুল আহত দিদারের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিদারের স্ত্রী খাতুনে জান্নাত ও দিদারের ছোট ভাই শামসুদ্দিন শিমুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালের চেয়ারম্যান প্রফেসার এম এ মান্নান ও এমডি এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বিএনপি রাজপথে আন্দোলন করতে পারে না আওয়ামী লীগ মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “বর্তমান ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই যখন যা ইচ্ছে তাই বলছে।”

৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি দাবি করে শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, রমজানের প্রথম দিনে খালেদা জিয়ার ইফতার মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন শামসুদ্দিন দিদার। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।