শাহ আমানতে ফের স্বর্ণ উদ্ধার

SHARE

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ২৬টি  সোনার বার উদ্ধার করেছেন শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তিন কেজি ২৬৫ গ্রাম স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।image_88947_0

বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা আইপিএসের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার কাস্টমস মশিউর রহমান মণ্ডল জানান, নিজাম উদ্দিন নামের এক যাত্রী ৩০ জুন দুবাই থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি তার লাগেজ নিতে আসেন। লাগেজ স্কেন করতে গিয়ে এর ভেতরে আইপিএসের কয়েলে মোড়ানো অবস্থায় স্বর্ণের ২৬টি বার উদ্ধার করা হয়।

আটক নিজাম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৭৬টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তপক্ষ। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৮ দশমিক ৮৬ কেজি। যার দাম তিন কোটি ৮০ লাখ টাকা। কার্পেট পরিষ্কার করার দুটি যন্ত্রের (ভ্যাকুয়াম ক্লিনার) ভেতর থেকে সোনার এ বারগুলো উদ্ধার করা হয়।