উইম্বলডনের শেষ চারে ‘সুন্দরী’ বাউচার্ড

SHARE

রুশ সুন্দরী বিদায় নিলেও উইম্বডন দাপিয়ে বেড়াচ্ছেন কানাডিয়ান সুন্দরী ! মঙ্গলবার জার্মানির অ্যাঞ্জেলিক কের্বারের কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নেন মারিয়া শারাপোভা ৷ বুধবার সেই কের্বারকে হারিয়েই অল ইংল্যান্ড ক্লাবে প্রথমবার সেমিফাইনালে পৌঁছলেন ইউজেনি বাউচার্ড ৷image_88931_0

টেনিস দুনিয়ায় শারাপোভার গ্ল্যামারে থাবা বসিয়েছেন কানাডার ২০ বছর বয়সি সুন্দরী ৷ শুধু গ্ল্যামারেই নয়, র‌্যাকেট হাতেও কোর্টে দাপিয়ে বেড়াচ্ছেন বাউচার্ড ৷ বুধবার কের্বারকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-৪) উড়িয়ে দিয়ে উইম্বডনের শেষ চারে ওঠেন তিনি ৷ সেই সঙ্গে চলতি মরশুমের তিনটি গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে পৌঁছন ত্রয়দশ বাছাই বাউচার্ড ৷ জিতে উঠে তিনি বলেন, ‘লড়াইটা কঠিন ছিল ৷ এর আগেও আমি বেশ কয়েকবার ওর বিরুদ্ধে খেলেছি ৷ জানতাম লড়াইটা সহজ হবে না ৷ শেষ দিকে আমি একটু  ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ কিন্তু, ম্যাচ জিততে অসুবিধা হয়নি ৷’

গত মাসে ফরাসি ওপেনেও নবম বাছাই কের্বারকে হারিয়েছিলেন কানাডিয়ান সুন্দরী ৷ মাত্র ২৪ ঘণ্টা আগে শারাপোভাকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেলেও বাউচার্ডের বিরুদ্ধে তার প্রতিফলন দেখাতে ব্যর্থ কের্বার ৷ এদিনের জয়ের ফলে ডব্লিটিএ র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০ ঢুকে পড়েন বাউচার্ড ৷ সেমিফাইনালে তৃতীয় বাছাই সিমোনা হ্যালেপের বিরুদ্ধে কোর্টে নামবেন কানাডিয়ান সুন্দরী ৷- ওয়েবসাইট।