অবৈধ সম্পদের অর্জনের মামলায় সড়ক ও জনপথের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেককে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়।
বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জহুরুল হক এই রায় ঘোষণা করেন। মামলায় তার স্ত্রী আম্বিয়া খাতুনকে খালাস দেয়া হলেও তার নামে থাকা ৩০ লাখ টাকার এফডিআর বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
রায়ে দন্ডের পাশাপাশি আব্দুল মালেকের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় থাকা ৩ কোটি ১ লাখ টাকার এফডিআর, পল্লবীতে একটি ৫ তলা ভবন, ধানমন্ডিতে ৩টি ফ্ল্যাট, গুলশানে ১টি ফ্ল্যাট, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, ২০০৬ সালের ৫ জুন দুদকের তৎকালীন পরিদর্শক বর্তমান উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করেন।