উপ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন সৌদি রাজা

SHARE

সৌদি আরবের রাজা আবদুল্লাহ দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালেদ বিন বন্দর বিন আবদুল আজিজকে বরখাস্ত করেছেন। নিয়োগ দেয়ার দু’মাসের কম সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা হলো।  image_88425_0

সৌদি রাজা গত শনিবার তাকে বরখাস্ত করেছেন এবং এর কোনো কারণ জানান হয়নি। রাজকীয় ফরমানে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ সালমানের সুপারিশে প্রিন্স খালেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। অবশ্য এতে কোনো কারণ উল্লেখ করা হয় নি। এ ছাড়া, প্রিন্স খালেদ দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার অনুরোধ করেছেন এ কথাও সৌদি রাজার ফরমানে উল্লেখ করা হয় নি। সরকারের শীর্ষস্থানীয় পদে অপ্রত্যাশিত রদবদলের ক্ষেত্রে সৌদি ঐহিত্য অনুযায়ী এ বাক্য উল্লেখ করার রেওয়াজ রয়েছে।

রিয়াদের গভর্নর পদ থেকে সরিয়ে গত মে মাসে উপপ্রতিরক্ষার পদে প্রিন্স খালেদকে নিয়োগ দেয়া হয়েছিল। নিজের ছেলে প্রিন্স তুর্কিকে সে সময়ে রিয়াদের গভর্নর পদে নিয়োগ দিয়েছিলেন রাজা আবদুল্লাহ।

ধারণা করা হয়, ইরাক ও সিরিয়ার উগ্রপন্থী তাকফিরিদের প্রতি প্রিন্স খালেদের সমর্থন ছিল।

৯০ বছরের বেশি বয়সী রাজা আবদুল্লাহ গত দু’বছরে সৌদি প্রশাসনে বেশ কিছু পরিবর্তন করেছেন এবং এতে রাজ-পরিবারের মধ্যে তার মিত্রদের অবস্থান জোরদার হয়েছে। সূত্র: আইআরআইবি