ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

SHARE

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সাধারণ সভার কারণে বুধবার সকাল থেকে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।image_87845_0

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, বন্দর সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সভার কারণে আমদানি রফতানি কার্যক্রমে তারা যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি তারা বন্দরের কার্যক্রম বন্ধ রাখার জন্য সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।

ভোমরা স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা উত্তম কুমার এ বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, একদিন ভোমারা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব হারাবে।

এ দিকে বন্দরের কার্যক্রম থাকায় বন্দরের শ্রমিকরা বেকার হয়ে পড়েছে ।