সার্কভুক্ত দেশের রাষ্ট্রদূতদের ডেকেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার নয়া দিল্লিতে দিনব্যাপী অনুষ্ঠিতব্য বৈঠকে উপস্থিত হতে প্রতিবেশী সব দেশের ভারতীয় মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
রোববার নয়া দিল্লির সাউথ ব্লকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ধারণা করা হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে দেশটির বর্তমান পরিস্থিতি এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয় নির্ধারণই বৈঠকের মূল লক্ষ্য।
রোববার প্রকাশিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে সভাপতিত্ব করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শপথ অনুষ্ঠানে সার্ক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষাপটে প্রতিবেশীদের সঙ্গে অগ্রাধিকারমূলক সম্পর্ক নির্ধারণের লক্ষ্যে সোমবারের এ বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে মরিশাসের ভারতীয় মিশন প্রধানকেও অংশ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভারতের নতুন সরকার ইতিমধ্যে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি স্পষ্ট করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সুষমা স্বরাজও বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপরই তিনি জোর দেবেন।
সুষমা স্বরাজ আগামী বুধবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরে শীর্ষ নেতৃবন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি।