সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের পরামর্শ

SHARE

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সিরিয়ায় অস্ত্র সরবারহের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছেন।image_96858_0

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিরিয়ার ইস্যুতে আয়োজিত এক বৈঠকে তিনি এ পরামর্শ দেন। ৩ বছর ধরে গৃহযুদ্ধে আক্রান্ত সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধ করতে এখনও পর্যন্ত অসমর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় নিহতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ১ কোটি ১০ লাখ মানুষ গৃহহারা হয়েছে এবং ৩০ লাখ মানুষ হয়েছে শরণার্থী।
এছাড়া, দেশটির রাষ্ট্রপক্ষের সমর্থনে আছে রাশিয়া ও ইরান। এবং বিরোধীদের সমর্থন যুগিয়ে যাচ্ছে অন্যান্য পশ্চিমা শক্তি এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো।
বান কি মুন এই উভমুখী শ্রেণিকৃত সমর্থন-বিরোধীতার, যা সিরিয়াকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করেছে, তীব্র নিন্দা জানান।
আলোচনায় সৌদি আরব ও ইরানের বর্তমান বন্ধুভাবাপন্ন রাষ্ট্রীয় সম্পর্কের কথা উঠে আসে। তিনি এ দু দেশের সম্পর্কোন্নতির প্রশংসা করেন।
একই সঙ্গে সিরিয়া, ইরাক, লেবাননসহ পৃথিবীর মানচিত্রে বর্তমান গৃহযুদ্ধে জর্জরিত প্রতিটি দেশের সামনে ইরান ও সৌদি আরব মৈত্রীর উদাহরণ হতে পারেন বলে  মত প্রকাশ করেন।