নূর হোসেনকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

SHARE

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা ভারতকে চিঠি পাঠিয়েছি। এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। তাদের জবাবের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব।image_86713

মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, “ভারতে কোন মামলায়, কোন ধারায় নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে তা আমরা এখনো জানি না। তবে সব বিষয় স্পষ্টভাবে জানাতে ভারতকে আমরা অনুরোধ করেছি। কারণ মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারি সেটা আনুষ্ঠানিকভাবে নেয়া যায় না।”

এর আগে সোমবার বিকেলে নূর হোসেন ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে এ তথ্য চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।