জার্মানি বনাম পর্তুগাল নয়, জার্মানি বনাম রোনাল্ডো আজ

SHARE

গত বছর বড়দিনের ঠিক আগে, ভক্তদের উপহার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ জন্মশহর ফুনচলে উদ্বোধন করেছিলেন ‘সিআর-৭ জাদুঘর’। পর্তুগিজ মহাতারকার মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে পারবেন ভক্তরা ৷  দেখতে পাবেন প্রিয় তারকার ট্রফি, জার্সি, অনেক স্মারক। সেখানে অবশ্য এখনও নেই  বিশ্বকাপ ৷image_86518_0

ঠিক বিপরীত মেরুতে জার্মানি। দলে নেই রোনাল্ডো, মেসির মতো মহাতারকা ৷সালভাদরে একদিকে জার্মানি ৷ অন্যদিকে রোনাল্ডো ৷

জার্মানরা কী বলছেন এই ম্যাচ নিয়ে ? লুকাস পোডলস্কি বলছেন, ‘আমরা পর্তুগাল দলের জন্য প্রস্তুতি নিয়েছি, শুধু একজনের জন্য নয়।’ রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর সতীর্থ স্যামি খেদিরার মনে হচ্ছে, ‘গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটিই শুরুতে। শুধু রোনাল্ডো নয়, বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আছে ওদের।’

রোনাল্ডো ছাড়াও পর্তুগালে রয়েছেন ফ্যাবিও কোয়েন্ত্রাও, পেপে, নানি, হোয়াও মুতিনহো, রাউল মেইরেলেসের মতো খেলোয়াড় ৷ আগের ইউরোতে মুতিনহো রোনাল্ডোকেও অতিক্রম করে গিয়েছেন ৷ এবারের বিশ্বকাপে জার্মানির লক্ষ্য ট্রফি নিয়ে ঘরে যাওয়া ৷ ২০০৬ বিশ্বকাপে  তৃতীয় হয়েছিল জার্মানরা ৷ এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া ৷ আর সেই লড়াই শুরু হচ্ছে আজ থেকে ৷

রোনাল্ডোর চোট নিয়েই ইদানীং চর্চা হয়েছে বেশি। রোনাল্ডোর সতীর্থদের প্রতি যত সম্মানই দেখান জার্মানরা, গোটা বিশ্ব জানে ব্যবধানটা গড়ে দিতে পারেন একজনই। জার্মান কোচ তাই ভাবছেন একজনকে নিয়ে ৷ তার সেনারা বলছেন দল হিসেবে পর্তুগালকে আমরা গুরুত্ব দিচ্ছি ৷ জোয়াকিম লো বলছেন, ‘রোনাল্ডোর মতো একজনকে পুরোপুরি নিষ্প্রভ করে রাখা মুশকিল। আমরা ওর অনেক অনেক ভিডিও দেখেছি ৷  এসব বিশ্লেষণ করেছি। দলীয় প্রচেষ্টাতেই ওকে থামাতে হবে।’

যতই সবাই বলুক না কেন ম্যাচটা হচ্ছে পর্তুগাল বনাম জার্মানির ৷ আসলে তো হতে চলেছে জার্মানি বনাম রোনাল্ডো ৷- ওয়েবসাইট।