গত সোমবার অ্যাটলেটিকো মাদ্রিদের আরদা তুরানকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তুরস্কের এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি।
অবশ্য তুরানকে আবার অ্যাটলেটিকোয় ফেরত পাঠানোর পথও খোলা রেখেছে বার্সা।
আগামী ১৮ জুলাই বার্সার সভাপতি নির্বাচন। বার্সার নতুন সভাপতি হওয়ার দৌড়ে আগের সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউই এগিয়ে রয়েছেন। নতুন সভাপতি চাইলে নির্বাচনের দুই দিন পর তুরানকে আবার অ্যাটলেটিকোয় ফেরত পাঠাতে পারেন।
শেষ পর্যন্ত বার্সেলোনায় টিকে গেলেও ক্লাবটির ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারি পর্যন্ত মাঠে নামতে পারবেন না তুরান। দলের নতুন এই খেলোয়াড়ের বেশ প্রশংসা করেছেন বার্সেলোনা তারকা নেইমার।
ব্রাজিল অধিনায়ক বলেন, আরদা তুরান একজন গ্রেট খেলোয়াড়। ও লা লিগার অন্যতম সেরা ফুটবলার। ওর দারুণ প্রতিভা রয়েছে, যা আমাদের অনেক সাহায্য করবে।