ডি ভিলিয়ার্সের বদলি সম্ভব নয়

SHARE

di viliyarsটি-২০ সিরিজ শেষেই দেশে ফিরে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। যদিও অধিনায়ক হিসেবেই তার ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। স্লো ওভাররেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া এবং সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে দেশে ফিরলেন ডানহাতি এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও বিশ্রাম দেয় ডি ভিলিয়ার্সকে।

সময়ের এই বিস্ফোরক ব্যাটসম্যানকে বদলি নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রায়ান ম্যাকলরেন।

বুধবার মিরপুরে অনুশীলন শেষে এই ক্রিকেটার বলেছেন, ডি ভিলিয়ার্স না থাকলেও তার অভাব পূরণে টপঅর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করবেন।
ডি ভিলিয়ার্সের না থাকা সম্পর্কে ম্যাকলরেন বুধবার বলেন, “তার বদলি কখনো সম্ভব নয়। সে স্পেশাল খেলোয়াড়। সে অনেক দিন ধরেই আমাদের নেতা। সত্যিই, সে দারুণ ব্যাটসম্যান। আবারও দেশে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সে চলে যাচ্ছে। কিন্তু কয়েকজন তরুণ অপেক্ষায় আছে। বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপে খেলেছে। আমি নিশ্চিত সেরা ছয়-সাত ব্যাটসম্যান এগিয়ে আসবে এবং বড় স্কোর গড়বে।”

ম্যাকলরেন বলেন, “আমরা তাকে মিস করবো। আমরা তাকে পছন্দ করি নোত এবং অধিনায়ক হিসেবে। এই মুহূর্তে দেশের মাটিতে তার কাজটার গুরুত্ব বেশি। আমাদের তাকে ছাড়া খেলতে হবে, এটাই তো।”