ঈদে মানুষের দুর্ভোগ হলে সড়ক বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা

SHARE

obaidul8ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হলে সড়ক বিভাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের দাবি করে বরেন, বর্তমানে সড়কের অবস্থা তেমন খারাপ নয়। এই অবস্থায় মানুষের দুর্ভোগ হবে না। যত্রতত্র পার্কিং ও যানবাহনের চালকরা সচেতন হলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে।

তিনি আরও বলেন, সড়ক চলাচলের উপযোগী হলেও ফিটনেসহীন গাড়ির কারণে মানুষকে যানযটে পড়তে হয়। কিন্তু পুলিশকে বারবার বলা সত্বেও ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ করতে পারছে না।

পরিদর্শন কালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক চার লেনে উন্নীত করনের ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- লেখক কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।